এবার ভুটানের জমিতে নজর পড়লো চীনের
কলকাতা টাইমসঃ
এবার ভুটানের জমিতে নজর পড়লো চীনের। ভুটানের বিস্তীর্ণ অঞ্চলকে কার্যত নিজেদের বলে দাবি করে বসলো চীন। পরিবেশ সংক্রান্ত এক আন্তর্জাতিক বৈঠকে ‘সাকটেঙ্গ ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি’ -কে ভুটানের অংশ বলে মানতে অস্বীকার করলো বেইজিং।
যদিও এই এলাকায় চীন এবং ভুটানের সীমা পূর্ব নির্ধারিত নয়। চীনের দাবির বিরুদ্ধে করা প্রতিক্রিয়া জানায় থিম্পু। সরকারি বিবৃতি প্রকাশ করে ভুটান জানিয়ে দেয় ওই স্যানচুয়ারি একেবারেই ভুটানের নিজস্ব। উল্লেখযোগ্য বিষয় এই প্রথম কোনও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উঠে এলো ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারির প্রসঙ্গ। ঠিক তখনই ঝোপ বুঝে কোপ বসলো চীন।