এই ১০টি প্রশ্ন নিজেকে করুন, সত্যিই লজ্জায় পড়ে যাবেন !
কলকাতা টাইমস :
আমাদের জীবনে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের নিজেদের উপর নির্ভর করে না। কিন্তু আমাদের দ্বারাই পরিচালিত হয়ে থাকে। তবে এমন অনেক বিষয় রয়েছে যেগুলা আমারা নিজেরাই ঠিক করে থাকি। এরমধ্য এমন কিছু রয়েছে যার জন্য আপনাকে কােনো প্রশ্নগু করা হলে সত্যিই লজ্জা পাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। তাহলে জেনে আসা যাক কি সেই প্রশ্নগুলো।
১. বর্তমানে সেলফি তোলা একটি রোগে পরিণত হয়ে পড়েছে মনে হয়। তবে এই বেড়ে চলা ট্রেন্ড কি নিজেকে নিয়ে নিজেই ব্যস্ত থাকার সামিল নয়? তবে সার্থপরতায় মাঝেই যেন কিজেকে বন্দি করে রেখেছে?
২. অনেকেরই এই সমস্যাটা রয়েছে। আপনি নিজে যা নন, তার ছেয়ে একেবারে অন্যরকম কিছু হিসেবে নিজেকে দেখতে চান।
৩. ‘সম্পর্কের বাঁধন’ শব্দটার মাঝে কোনো প্রাসঙ্গিকতা আছে কি?
৪. অফিসে সহকর্মী নন, বস্-কেই কি আসল ব্যক্তি বলে মনে করেন?
৫. সামাজিক যোগাযোগ মধ্যমে আপনার জীবনের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ কি আলাদা?
৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কোনো ছবি বা পােস্টে লাইকই কি আপনার জীবনের সব কিছু ঠিক করে দেয়? মানে কোনো স্ট্যাটাসের লাইক দেখেই কি আপনি জীবনের লক্ষ ঠিক কেন?
৭. আপনার মনটি ঠিক থাকে কোথায়? কোনো সুন্দর মুখ আর শরীরই কি তার কাছে প্রধান্য পায়?
৮. প্রেম? এই শব্দটার উপরে আপনার ভরসা কতটুকু আছে?
৯. নিজের দুঃখে নিজের পাশে সবসময় নিজেকেই থাকতে হয়? আপনার মতো বিচ্ছিন্ন হয়ে রয়েছেন আপনারই নিকট সম্পর্কগুলো।
১০. কোনো সমস্যা দেখলে তার মোকাবিলা না-করে সেখান থেকে পালানোর পথ খোঁজেন কি?