প্রিয় গায়ক খুন, বিক্ষোভ, গুলি: মৃত ৫০
কলকাতা টাইমসঃ
সোমবার রাতে গুলি করে খুন করা হয় ইথিওপিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাকালু হান্দিসাকে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সারাদিন ধরে উত্তপ্ত হয়ে ওঠে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা এবং ওরোমিয়া অঞ্চল। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
গায়ককে খুনের প্রতিবাদে দেশের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়েন।সেদেশের সরকারি মুখপাত্র গেটাচিউ ব্যালচা রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিসকর্মীরাও রয়েছেন। বিক্ষোভকারীরা হিংসাত্মক পথ নিয়েছিল বলে তিনি জানান। একসমময় শিল্পী হাকালু হান্দিসার গান সেদেশের গণ-আন্দোলনকারীদের প্রধান হাতিয়ার হয়ে উঠেছিল।