January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular বিনোদন রোজনামচা

একটি ছবি তুলে রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন এই ওয়েডিং ফটোগ্রাফার !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বিয়ের একটি ছবি তুলেই রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন ফটোগ্রাফার বিষ্ণু। ২৩ বছর বয়সী ভারতীয় এ ফটোগ্রাফার এর আগেও বিয়ের ছবি তুলেছেন। কিন্তু তা নিয়ে এত আলোচনা হয়নি। যে ছবি নিয়ে এত মাতামাতি সে ছবিটি গাছে উঠে তুলেছিলেন বিষ্ণু। অবশ্য এর আগেও তিনি গাছে উঠে নবদম্পতির ছবি তুলেছিলেন। এবার বেশি আলোচনা হচ্ছে কারণ গাছে উঠে তিনি উল্টো হয়ে ঝুলন্ত অবস্থায় ছবি তুলছিলেন। কেউ কেউ বলছেন, বিষ্ণু আসলে স্পাইডারম্যান হতে চেয়েছিল। ভুল করে ফটোগ্রাফার হয়ে গেছে!

কেরালার ত্রিশূরের বাসিন্দা বিষ্ণু জানান, গাছে ওঠাটা তার কাছে কোনো বিষয়ই নয়। শৈশবে বহুবার গাছে ওঠার অভিজ্ঞতা রয়েছে তার। আর এই ছবিটি প্রসঙ্গে তিনি বলেন,  বিয়ের পর আমরা বরের বাড়ির  বাইরে গিয়ে ছবি তুলছিলাম। একটি গাছ দেখার পরই টপ অ্যাঙ্গেল থেকে ছবি তোলার আইডিয়াটা মাথায় আসল। সেই দম্পতিকে এটা বলার পর তারাও রাজি হয়ে গেল। তাই আমি গাছে উঠে ছবিটি তুলেছি।

শিয়াজ ও নাব্য নামের ওই দম্পতির ছবিটি ১৫ এপ্রিল তুলেছিলেন বিষ্ণু। গাছে উঠে উল্টে পড়ে ভারসাম্য ধরে রেখে যেমন ছবি তুলতে চেয়েছিলেন তেমনই তুলেছেন। তার এই অদ্ভুত কাণ্ডের জন্য অনেকে তাকে ‘বাদুড়’ উপাধিও দেওয়া শুরু করেছেন। কিন্তু বেশিরভাগই প্রশংসা করেছেন তার এই প্রচেষ্টার কারণে। কারণ বিষ্ণু যা ভালোবাসেন তাই তিনি নিজের একশভাগ নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেন। বিষ্ণু বলেন, ‘এর আগেও আমি  ৪/৫ বার গাছে উঠে ছবি তুলেছি। এইবার আমি দেখতে চেয়েছিলাম আমি যদি পুরো উল্টো হয়ে ছবি তুলি তাহলে সেটি কেমন দেখায়। আশার কথা হল, এটি বেশ ভালো হয়েছে।’

 

Related Posts

Leave a Reply