দেড় লক্ষ ক্যামেরায় দিল্লির ওপর নজর রাখছে চীন!
কলকাতা টাইমসঃ
দেড় লক্ষ ক্যামেরায় দিল্লির ওপর নজর রাখছে চীন! দুই দেশের চরম উত্তেজনার মাঝে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো বিজেপির অভিযোগের মধ্যে দিয়ে। সম্প্রতি ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করার মধ্যে দিয়ে ইতিমধ্যেই চীনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক শুরু করেছে বলে দাবি করছে বিজেপি মুখপাত্র রবি শংকর প্রসাদ।
জানা যাচ্ছে, দিল্লিবাসীর নিরাপত্তার কারণে রাজ্যের বিভিন্ন রাস্তায় সিসিটিভি বসিয়ে নজরদারি চালাচ্ছে আম আদামি সরকার। ওই ক্যামেরাগুলি কেনা হয়েছে হিকভিশন নামে এক চীনা কোম্পানির কাছ থেকে। এই সিসিটিভির ফুটেজ দেখার জন্য দিল্লির প্রত্যেক বাসিন্দাকেই চীনের একটি অ্যাপ ডাউনলোড করতে হয়।বিজেপির বর্ষীয়ান নেতা শাহেনওয়াজ হুসেন বলেন, সিসিটিভিগুলোর মূল সার্ভার রয়েছে চীনে। ফলে দিল্লির রাস্তার সমস্ত তথ্যই চীনে বসে দেখা সম্ভব হচ্ছে। যা অত্যন্ত চিন্তার।