September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্রাণ যায় যাক, তবু মুখে সোনার মাস্ক আমার চাই

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মিছেই শুধু মহিলাদের স্বর্ণ প্রেম নিয়ে বদনাম করা। এ বিষয়ে বহু পুরুষ যে মহিলাদেরকেও টেক্কা দিতে পারে তাই দেখালেন শঙ্কার কুরাদে। করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড ভারত। এই তাণ্ডবেও স্বর্ণ বৈভব দেখতে ভুললেন না তিনি। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। অনেকেই মাস্কে ডিজাইন করছেন, আনছেন অভিনবত্বও। কিন্তু সব ছাপিয়ে এখন সকলের মুখে মুখে একজনেরই নাম শোনা যাচ্ছে। পুনে জেলার পিম্পরি-ছিনছওয়াডের বাসিন্দা শংকর কুরাদে। করোনার সুরক্ষা কবচ হিসেবে নিজেই তৈরি করে ফেললেন সোনার মাস্ক! এই বাজারে যার মূল্য প্রায় ২.৮৯ লক্ষ টাকা।

এক সংবাদপত্রের সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছেন, ‘গোটাটা সোনার তৈরি হলেও, বেশ পাতলা। এরই মধ্যে কিছু ছিদ্র রয়েছে, যার ফলে শ্বাস-প্রশ্বাসে কোনও অসুবিধা হওয়ার নয়। তবে কতটা কার্যকর ক্ষমতা রয়েছে, তা আমি নিশ্চিত নই।’

সোনার তৈরি এই মাস্ক কতটা ভাইরাস প্রতিরোধকারী সে বিষয়ে মাথাব্যাথা না হলেও, ভারতে বেশ সাড়া ফেলে দিয়েছেন এই গোল্ড ম্যান! শুধু যে মুখেই মাস্ক পড়েছেন তাই নয়, গলাতেও রয়েছে মোটা সোনার চেন। হাতের প্রতিটি আঙ্গুলেই রয়েছে সোনার আংটি! এমন শৌখিন মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়।

Related Posts

Leave a Reply