আমেরিকা এবং ভারতের পর এবার চীনকে রাম ধাক্কা ব্রিটেনের
কলকাতা টাইমসঃ
আমেরিকা এবং ভারতের পর এবার চীনকে রাম ধাক্কা ব্রিটেনের। সূত্রের খবর, ব্রিটেনের মোবাইল নেটওয়ার্কের ৫ জি পরিকাঠামো তৈরির ক্ষেত্রে চীনের বৃহত্তম টেলি কমিউনিকেশন সংস্থা হুয়াইকে সরিয়ে দিতে চলেছে ব্রিটেন। সম্প্রতি হুয়াইকে নিয়ে একটি ব্রিটিশ সরকারকে একটি গোপন রিপোর্ট দিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সেখানে দেশের নিরাপত্তার প্রশ্নে হুয়াইকে যথেষ্ট সন্দেহজনক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
নিরাপত্তার কথা ভেবে, ইতিমধ্যেই ভারতের টেলিকম মন্ত্রক দেশের ৫জি পরিকাঠোমো তৈরির ক্ষেত্রে চীনা সংস্থা হুয়াইয়ের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে তারা যতটুকু যন্ত্রপাতি বসিয়েছিল তা খুলে ফেলারও তোড়জোড় শুরু হয়েছে বলে খবর। হুয়াইকে ছেড়ে দক্ষিণ কোরিয়ায় স্যামসাং এবং জাপানের নেক-এর সঙ্গে যোগাযোগ শুরু করেছে ভারতীয় টেলি মন্ত্রক।