ক্রিকেট বলে করোনার অস্তিত্ব মাত্র ৩০ সেকেন্ড !
কলকাতা টাইমসঃ
মেসি-রোনাল্ডোরা ইতিমধ্যেই নেমে পড়েছেন মাঠে। কিন্তু করোনার ভয়ে ক্রিকেট কেন ব্রাত্য? প্রশ্ন উঠছিল। বিতর্কের মাঝেই ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেন ক্রিকেট বল করোনা সংক্রমণের উৎস হয়ে উঠতে পারে। বিতর্কে জল ঢেলে গবেষণা বলছে, করোনায় চুবিয়ে আনা কাপড় দিয়ে মোছার পরও ক্রিকেট বলে ৩০ সেকেন্ডের বেশি সময় ভাইরাস জীবিত থাকছে না।
ইম্পিরিয়াল কলেজ অব লন্ডন ও সুইডেনের করোলিস্কা ইনস্টিটিউটের গবেষণায় জানা যাচ্ছে, সাধারণ কাপড় দিয়ে মোছার পর বলে জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়নি। তবে তাদের পরামর্শ, টিস্যু পেপার দিয়েই বল মোছা উচিৎ। কিছু সাবধানতা অবলম্বন করলেই আর সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকেনা ক্রিকেটের ক্ষেত্রে।