November 25, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এনার এই অভাবেই ফেসবুকের রঙ নীল-সাদা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

জকাল প্রায় সবাই ফেসবুক কেন্দ্রিক। জনপ্রিয় এই যোগাযোগের মাধ্যমটি এখন অসংখ্য মানুষের প্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। যান্ত্রিক জীবনে সামান্য একটু স্বস্তি আর কিছুটা নির্মল বিনোদন এবং দূরদুরান্তে থাকা পরিচিত জনদের সাথে সংযোগ স্থাপন করার অন্যতম বিকল্প মাধ্যমই হচ্ছে এই ফেসবুক।

তবে ফেসবুক তো চালাচ্ছি আমরা অনেকেই। কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন ফেসবুকের রঙ নীল-সাদা কেন? অন্য কোন রঙও তো হতে পারত! তাহলে হল না কেন?

কারণ হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বর্ণান্ধ। তিনি সাদা-কালো-নীল ছাড়া কিছু বুঝতে পারেন না। যত রং-ই তার সামনে নেয়া হোক না কেন, তিনি কেবল এই তিনটি দেখতে পান।

আমেরিকার ওয়াশিংটন পোস্টে জুকারবার্গ সর্ম্পকে একটি ফিচার প্রতিবেদনে তার সর্ম্পকে এই বিবরণ তুলে ধরা হয়। এতে তার সর্ম্পকে বেশ কিছু অজানা বিষয় তুলে ধরা হয়।

যেমন তার অনেকগুলো ডাকনাম আছে। মা তাকে ডাকেন প্রিসলি, বন্ধুরা বলেন জ্যাক, হার্ভাডের ক্লাসফ্রেন্ডরা তাকে ডাকতো স্লাইয়ার।

জুকারবার্গ প্রতিবছর মাত্র একদিন টাই পরেন। বেশকয়েক বছর ধরে তিনি মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। আর তার প্রিয় অভিনেত্রী হলিউডের টেইলর সুইফট।

Related Posts

Leave a Reply