দেওয়াল থেকে বেরোল বলি নাকি রাজার সঙ্গী ? জানে না কেউ
ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার গেয়োনঝু প্রদেশে। কোনও সাধারণ বাড়ির দেওয়াল নয়, এটি পাওয়া গিয়েছে কোরিয়ার সিলা রাজবংশের বিখ্যাত প্রাসাদ উলসেওং-এর দেওয়াল থেকে। প্রাসাদটি ‘মুন ক্যাসেল’ নামেও পরিচিত। প্রত্নতাত্ত্বিক খনন করতে গিয়ে কঙ্কাল দু’টি পাওয়া গিয়েছে।
প্রত্নতাত্ত্বিকদের মতে, যাঁদের কঙ্কাল মিলেছে, তাঁদের মৃত্যু হয়েছিল ৬৬৮ খ্রিস্টাব্দে। প্রাথমিক পরীক্ষায় কঙ্কাল দু’টিতে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ইতিহাসবিদদের ধারণা, ওই দু’জনকে অচেতন করে দেওয়ালের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল। কিন্তু কেন দেওয়ালে এই ভাবে গেঁথে দেওয়া হল দু’জনকে? নানা সম্ভাবনার কথা উঠে আসছে।
ইতিহাসের ব্যাখ্যা অনুযায়ী, কোরিয়ায় সে সময়ে নতুন কোনও ইমারত গড়ার আগে তার ভিত খোঁড়ার সময় প্রাণ উৎসর্গেরও রেওয়াজ ছিল। এই দু’জনের প্রাণই হয়তো উৎসর্গ করা হয়েছিল। আবার অন্য এক দল ইতিহাসবিদ বলছেন, রাজা বা জমিদারের মৃত্যুর পরে তার সঙ্গে তার খাস পরিচারককেও সমাহিত করার রীতি ছিল সে কালের কোরিয়ায়। তাই যে দু’জনের কঙ্কাল মিলেছে, তাঁদের এক জন রাজা এবং অন্য জন তাঁর পরিচারকও হতে পারেন। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কেউই।