পাকিস্তানী বিমান নিষিদ্ধ করলো আমেরিকা
কলকাতা টাইমসঃ
ফেক বিমান চালকে ছেয়ে গেছে পাকিস্তান। যার প্রভাব পড়েছে সেদেশের সরকারি এবং বেসরকারি বিমান পরিষেবায়। সম্পত্তি দেশের সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের বিমান পরিবহন মন্ত্রী স্বীকার করে নেন দেশের প্রায় ৪০ শতাংশ বিমানচালকই ভুয়ো। এই খবরের পরই মার্কিন যক্তরাষ্ট্র জানিয়ে দিলো, তাদের দেশে ঢুকতে পারবে না কোনো পাকিস্তানী চার্টার ফ্লাইট।
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, গত ১ জুলাই থেকেই এই নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন মার্কিন পরিবহন দফতর। সরকারি ভাবে পাকিস্তান এখনো এবিষয়ে মুখ না খুললেও, পাকিস্তানের জিও টিভি এই খবরের সত্যতা স্বীকার করেছে। পিআইএ ওই নিউজ চ্যানেলকে জানিয়েছে, দ্রুত তারা নিজেদের সংশোধনের চেষ্টা করবে।