চীন বুদ্ধিস্ট দেশ আর ভারত বুদ্ধের জন্মভূমি -দলাই লামা
কলকাতা টাইমসঃ
ভারত এবং চীনের উত্তেজক পরিস্থিতির মাঝেই এবার মুখ খুললেন দালাই লামা।তিব্বতি এই ধর্মগুরুর বক্তব্য, ভারত এবং চীন দুজনেই প্রচণ্ড শক্তিশালী। একে অপরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। ঐতিহাসিক দিক দিয়েও দুই দেশের অনেক মিল রয়েছে। তার মতে, ইতিহাস জানে চীন আদতে একটি বুদ্ধিস্ট দেশ এবং ভারত বুদ্ধের জন্মভূমি। চীন থেকে বহু মানুষ ভারতে আসেন বৌদ্ধ ধর্মের প্রচারে। সে ক্ষেত্রে ঐতিহাসিকভাবে দুই দেশ একে অপরের সঙ্গে বহুকাল থেকেই জড়িত।
গত ১৫ জুন গালওয়ানে ভারত এবং চীনের মধ্যে ঘটা সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যেই ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে নরেন্দ্র মোদি সরকার। বিজেপি যাকে ডিজিটাল স্ট্রাইক হিসেবে আখ্যা দিয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারাও একই পথে হাঁটার সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর।