‘মুখে মাস্ক নেই কেন ?’ -এই নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো কিশোরীর !
কলকাতা টাইমসঃ
মাস্ক না পড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে প্রাণ গেলো কিশোরীর। ঘটনার সূত্রপাত জুন মাসের শেষের দিকে। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বাসিন্দা ক্রান্তি ইয়ালামান্ডালা নাম এক ব্যক্তি পাশের গ্রামে কাজে গিয়েছিলেন। সেদিন তার মুখে মাস্ক না থাকায় তাকে প্রবল হেনস্তা করে স্থানীয় কিছু যুবক। বেশ কিছুক্ষন বাকবিতণ্ডার পর ফায়ার আসেন অপমানিত ক্রান্তি।
এই ঘটনার দিন কয়েক পর, গত ৩ জুলাই সেই যুবকদেরই মাস্ক ছাড়াই ঘুরে বেড়াতে দেখেন ক্রান্তির এক আত্মীয়। সেদিনের অপমানের বদলা নিতে ক্রান্তি তাদের ওপর চড়াও হন। মুহূর্তে সংঘর্ষে জড়িয়ে পরে দুপক্ষ। বাবাকে বাঁচাতে ছুটে আসেন ক্রান্তির কিশোরী মেয়ে, ফাতিমা। উন্মত্ত যুবকদের লাঠির আঘাতে রাস্তায় লুটিয়ে পরে ওই কিশোরী।
মাথার গুরুতর আঘাত নিয়ে আহত কিশোরীকে ওই দিনই গুন্টুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৭ দিন ধরে প্রানপন চেষ্টা করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। গত শনিবার অর্থাৎ ১১ জুলাই মৃত্যু হয় ফাতিমার।