ইরানকে সঙ্গী করে ভারতের বিরুদ্ধে আঘাত হানলো চীন
কলকাতা টাইমসঃ
চার বছর আগে ভারতের সঙ্গে করা চাবাহার রেল প্রকল্প থেকে ভারতকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলো ইরান। এই সিদ্ধান্তের পেছনে সরাসরি চীনের হাত দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। ২০১৬ সালে তেহরানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চাবাহার রেল প্রকল্পের চুক্তি করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
ইরানের বক্তব্য, ভারতের তরফ থেকে সময়মত অর্থ না আসার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা ভারতকে সরিয়ে চীনের সঙ্গে চাবাহার রেল প্রকল্প শেষ করতে চাইছে ইরান।