September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কর্মীদের বিদায় জানাতে অভিনব পন্থা নিলো এয়ার ইন্ডিয়া 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হুদিন ধরেই প্রবল আর্থিক সঙ্কটে ধুঁকছে এয়ার ইন্ডিয়া। এরই মধ্যে বিশ্বজুড়ে চলা করোনার তান্ডব এবং এর ফলে দীর্ঘদিন ধরে চলা লোকডাউন তাদের কাছে গোদের ওপর বিষফোঁড়ার মতন হয়ে উঠেছে। যে কারণে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে এয়ার ইন্ডিয়া। সেই নির্দেশিকায়, আপাতত ৬ মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য বিনা বেতনে ছুটি নেওয়ার অপশন দিয়েছে ভারতের সর্ববৃহৎ এই বিমান সংস্থা।

একইসঙ্গে বিমান সংস্থা জানাচ্ছে, তারা চাইলে বাধ্যতামূলকভাবে কর্মীদের বিনা বেতনে ৫ বছরের জন্য ছুটিতে পাঠাতে পারবে। অবশ্যই সেই কর্মীর দক্ষতা, যোগ্যতা, কর্মক্ষমতা, কর্মচারীর স্বাস্থ্য, অসুস্থতার বিষয়গুলি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, কার্যত কর্মী দায়ভার এড়িয়ে তাদের ছেটে ফেলতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা।

Related Posts

Leave a Reply