১১ মিলিয়ন পাউন্ডের প্লেয়ার সালাহ -র জন্য ২০০ মিলিয়ন নিয়ে বসে আছে রিয়েল মাদ্রিদ !
নিউজ ডেস্কঃ
মাত্র ১১ মিলিয়ন পাউন্ডে চেলসিতে আসার পর আড়াই বছরে মাত্র ১৯ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সালাহ। পুরো সময়েই কোচ ছিলেন স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো। সালাহকে খেলার সুযোগই দেননি তিনি। ৪২ মিলিয়ন ইউরোতে লিভারপুলে যাওয়া সেই সালাহ এই মরশুমে করেছেন ৪৩ গোল। রাতারাতি বনে গেছেন প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ে। ইদানিং শোনা যাচ্ছে তাকে দলে নেওয়ার জন্য নাকি ২০০ মিলিয়ন পাউন্ড নিয়ে বসে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
এই সময়ের ফুটবলবিশ্ব যেন সালাহময়। লিভারপুলের মিশরীয় এই তারকা ক্রমশই গোলমেশিন হয়ে উঠেছেন। তাকে নিয়ে গান লিখেছে লিভারপুল সমর্থকেরা। উন্মাদনা এতটাই যে, সালাহর নামে পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদ নির্মাণের প্রস্তাবও উঠেছে! এই সালাহকেই একদিন উপেক্ষা করেছিল প্রিমিয়ার লিগের অন্যতম জায়ান্ট ক্লাব চেলসি। ওই সময় চেলসি বস ছিলেন ‘দ্য স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো। বর্তমান ম্যান ইউ কোচের ওপর তাই ক্ষেপেছে চেলসি সমর্থকেরা। মরিনহোর দাবি, সালাহকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তার কোনো হাত ছিল না। তিনি চেয়েছিলেন সালাহকে আরও পরিপূর্ণ করে তুলতে। কিন্তু চেলসি কর্তৃপক্ষ তাকে সেই সুযোগটা দেয়নি।