যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন পুতিন
কলকাতা টাইমসঃ
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সমস্ত সম্ভবনা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় সেনাবাহিনীকে সামরিক মহড়া শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর ইতিমধ্যেই গতকাল থেকে রাশিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে এই মহড়া শুরুও করে দিয়েছেন রাশিয়ান সেনা।
জানা যাচ্ছে, অন্তত দেড় লক্ষ সেনা এই মহড়ায় অংশ নিয়েছেন। সঙ্গ দিয়েছে কয়েকশ যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ। সাম্প্রতিক কালে এত বড় সামরিক মহড়া করতে দেখা যায়নি বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়াকে। সম্প্রতি এশিয়া মহাদেশ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। তাল ঠুকছে বিশ্বের সামরিক শক্তিতে সর্বাগ্রে থাকা দেশ আমেরিকা। এই পরিস্থিতে নিজেদের সর্বোতভাবে তৈরী রাখার প্রস্তুতি শুরু করে দিলো রাশিয়া।