November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

খিদের থেকেও বেশি জরুরি তাই শেষ সম্বল বেঁচে ছেলে-মেয়েকে কিনে দিলেন স্মার্টফোন

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ছেলে-মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য শেষ সম্বল একটি গরু বিক্রি করে কিনে দিলেন স্মার্টফোন। হিমাচল প্রদেশের জ্বালামুখী নামক এলাকার ঘটনা। তবে সংবাদমাধ্যম থেকে সন্তানদের লেখাপড়ার জন্য গরু বিক্রির খবর জানতে পেরে জ্বালামুখীর বিধায়ক রমেশ ধাওয়ালা কুলদীপকে আর্থিক সাহায্য করার জন্য বিডিও এবং এসডিএমকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া খবরটি জানার পর বলিউড অভিনেতা সোনু সুদ ওই ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে ওই ব্যক্তির কোন যোগাযোগ নম্বর চেয়ে লেখেন, ‘কারো কাছে যদি ওই ব্যক্তির কোন নম্বর বা ঠিকানা থাকে দয়া করে আমাকে দিন। একজন গরিব বাবাকে আমি তার গরুটি ফিরিয়ে দিতে চাই। যাতে তাদের অন্নের সংস্থান হয়। ‘

স্থানীয় সংবাদামাধ্যম সূত্রে জানা যায়, জ্বালামুখীর গুমার গ্রামের কুলদীপ কুমারের বসবাস। সম্বল বলতে ছিল ওই গরুটাই। দুধ বেচেই হতো রোজগার। কিন্তু তার থেকেও জরুরি সন্তানদের লেখাপড়া। আর অনলাইন লেখাপড়ার জন্য দরকার একটা স্মার্টফোন। অনেক চেষ্টা করেও সেই টাকাটা জোগাড় করা যায়নি। তাই দুই সন্তান অন্নু আর দীপ্পুর লেখাপড়া চালিয়ে যেতে ছয় হাজার তাকে বেচে দিলেন গরু।

কুলদীপের দুই সন্তানের অন্নু পড়ে চতুর্থ শ্রেণিতে আর দিপ্পু দ্বিতীয় শ্রেণিতে। স্কুল থেকে বারবার স্মার্টফোন কিনতে বলা হয়। স্কুলকে কুলদীপ জানিয়েছিলেন, স্মার্টফোন কেনার মতো অর্থ নেই তাঁর কাছে। ৫০০ টাকাও নেই। কিন্তু অনলাইন ক্লাস করার জন্য ফোন ছাড়া উপায়ও তো নেই। টাকা জোগাড়ের চেষ্টাও কম করেননি কুলদীপ। কিন্তু কেউ-ই সাহায্য করেনি। ঋণের আবেদন করেও লাভ হয়নি। তাই শেষ পর্যন্ত একমাত্র সম্বল গরু বিক্রি করেই জোগাড় করেছেন স্মার্টফোন কেনার অর্থ।

Related Posts

Leave a Reply