আমেরিকায় গ্রেফতার তিন চীনা বিজ্ঞানী
কলকাতা টাইমসঃ
তিন জন চীনা বিজ্ঞানীকে গ্রেফতার করলো আমেরিকা। প্রাথমিক ভাবে তাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ আনা হলেও, আদপে মার্কিন গবেষণায় নজরদারির মতন গুরুতর অভিযোগ উঠতে চলেছে তাদের বিরুদ্ধে। সূত্রের খবর, মার্কিন গোয়েন্দাদের নজরে ছিলেন মোট চার জন চীনা গবেষক।পরিস্থিতি আগাম আঁচ করে চার সন্দেহভাজনের মধ্যে এক জন সান ফ্রান্সিসকোর দূতাবাসে আশ্রয় নিয়েছেন বলে খবর।
বৃহস্পতিবার ৩ জনকে হেফাজতে নেওয়ার পর ওই চতুর্থ সন্দেহভাজনকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে এফবিআই। মার্কিন গোয়েন্দাদের দাবি চীনা সামরিক বাহিনীর সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বেজিং। তাদের অভিযোগ উদ্যেশ্যপ্রণোদিত ভাবেই ওই গবেষকদের গ্রেফতার করা হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তিও দাবি করেছে চীনা বিদেশ মন্ত্রক।