উত্তেজনার মাঝেই একের পর এক ভারতীয় সীমান্তবর্তী এলাকার দখল নিলো চীন!
কলকাতা টাইমসঃ
গালওয়ানের পর একের পর এক ভারতীয় সীমান্তবর্তী এলাকার দখল নিচ্ছে চীন! ভারত চীন সীমান্তের সামগ্রিক পরিস্থিতি বিচার করতে গিয়ে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দেওয়া সাম্প্রতিক তথ্য বলছে, গত বছর অক্টোবর মাসে তিব্বতের সীমান্তবর্তী ভারতের অংশে থাকা শেষ গ্রাম তাঙ্গো পর্যন্ত সড়ক নির্মাণ করতে সক্ষম হয়েছিল চীন। কিন্তু ওই এলাকার বরফ সরে যাওয়ার পর সেখান থেকে আরও ২০ কিলোমিটার এগিয়ে এসে সড়ক নির্মাণ করে ফেলেছে চীন।
অন্যদিকে সাঙ্গলা ঘাঁটির ছিটকুলের পেছনে থাকা তিব্বতের যমরঙ্গলা পর্যন্তও রাস্তা তৈরি করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান রঙ্গরিক দুম্মা অঞ্চলে গত ৮ জুন নাগাদ অন্তত ২০টি চীনা ড্রোন দেখা যাওয়ার খবর মিলেছে। সেখানকার বাসিন্দাদের দাবি এখানে মাঝেমধ্যেই একাধিক চীনা ড্রোন উড়তে দেখা যায়। সম্প্রতি হিমাচলপ্রদেশ সংলগ্ন বিস্তীর্ন এলাকা চীনের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বলে ভারতীয় সেনার দাবি।