চীনের কায়দায় ভারতীয় জমির দখল নেওয়ার চেষ্টা নেপালের !
কলকাতা টাইমসঃ
ঔদ্ধত্যের মাত্রা ছাড়াচ্ছে নেপাল। ভারতীয় সীমান্তে ক্রমাগত উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে চলেছে তারা। এবার ভারতীয় সীমান্তবর্তী টনকপুর শহরের কাছে নোম্যানস ল্যান্ডে খুঁটি পুঁতে ওই জায়গা নিজেদের বলে দাবি করে বসলো তারা। উত্তরাখন্ডের চম্পাবত জেলায় নেপাল সীমান্ত ঘেঁষা শহর টনকপুর। গত বুধবার এখানকার ব্রহ্মদেব এলাকার বেশ কিছু জায়গা খুঁটি পুঁতে ঘিরে দেওয়া হয় বলে অভিযোগ।
চম্পাওয়াতের পুলিশ সুপার লোকেশ্বর সিং জানান, ভারত-নেপাল সীমান্তের মিসিং পিলার নাম্বার ৮১১, অর্থাৎ যেখানে কোনও দেশেরই সীমান্ত পিলার নেই, সেখানে ওরা কিছু প্ল্যান্টেশন করেছে ও বেড়া বানানোর প্রস্তুতি নিয়েছে। জায়গাটা নো-ম্যানস ল্যান্ডের আওতায় পড়ে। তড়িঘড়ি সমস্ত বিষয়টিই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছেন উত্তরাখন্ড প্রশাসন। বিষয়টিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না কেন্দ্রীয় সরকার।