সিরিয়া ইস্যুতে আলোচনায় বসলো রাশিয়া, তুরস্ক ও ইরান !
নিউজ ডেস্কঃ
সিরিয়া ইস্যুতে রাশিয়া, তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা আজ শনিবার আলোচনায় বসতে চলেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের মিত্র শক্তি রাশিয়া ও তেহরান এবং সিরিয়ায় বিদ্রোহীদের পৃষ্ঠপোষক তুরস্ক। গত ৭ এপ্রিল সিরিয়ার দৌমায় রাসায়নিক অস্ত্রের হামলার ইস্যুতে, সম্প্রতি মস্কোতে অনুষ্ঠিত এক সভায় প্রকাশ্যে ভিন্নমত পোষন করে এই তিনটি দেশ। তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তায়েপ এরদোগান সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহারকারীদের প্রতি বিরূপ মন্তব্য করেন।
তিনি বলেন, আমি রাসায়নিক অস্ত্রের ব্যবহারকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি। আমেরিকা সহ মিলিত শক্তির সিরিয়ার ওপর বিমান হামলার সমর্থন জানান তিনি। অন্যদিকে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, বিমান হামলার বিষয়টি তুরস্ক সমর্থন করায় রাশিয়া ও তুরস্কের বিদ্যমান সম্পর্কে চিড় ধরবে। এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলো জানান, রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ক এমন দুর্বল নয় যে ফ্রান্সের প্রেসিডেন্ট তা ভেঙ্গে ফেলতে পারবেন।