মাইনাস ২০ ডিগ্রি ঠান্ডায় চীনকে রোখার প্রস্তুতি শুরু ভারতীয় সেনার
কলকাতা টাইমসঃ
হাড় হিম করা ঠান্ডায় গালওয়ান সীমান্তে চীনকে রোখার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা। পূর্ব লাদাখের ভারত চীন সীমান্তে দীর্ঘ সময় পর্যন্ত সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিলো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক৷ কারণ, একের পর এক কম্যান্ডার পর্যায়ের আলোচনার পরও চীনের তরফে সেনা সরিয়ে নেওয়ার তেমন সদর্থক ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। বিশেষত, প্যাংগং, তাসো, ফিঙ্গার পয়েন্টসহ লাদাখের অন্তত চারটি জায়গা থেকে এখনও পিছু হটার লক্ষণ দেখা যাচ্ছে না চীনা বাহিনীর
প্রসঙ্গত, গতকাল শনিবার সেনা কর্তারা লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সমস্ত রকম পরিস্থিতি খতিয়ে দেখেন৷ অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন সেনাপ্রধান এম এম নারভানে৷ লাদাখের পার্বত্য এলাকাগুলোতে শীতকালে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়৷ কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ওই সমস্ত এলাকায় সেনা বাহিনী এবং সামরিক সাজ-সরঞ্জাম মজুত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক৷