November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বাঙালি ডাক্তারের দাবি: করোনা নিয়ে বিশ্বজুড়ে চলছে ভয়ের ব্যবসা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনাকে অতিমারী বলে দাবি করেছে বিশ্ব সাস্থ সংস্থা। যার মোকাবেলায় ত্রাহি ত্রাহি রব বিশ্বজুড়ে। প্রত্যেকদিন মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। ভারতেও এর অন্যথা হচ্ছেনা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্রোতের উল্টোদিকে হাঁটলেন এক বাঙালি চিকিৎসক। বিশ্বরূপ রায় চৌধুরী নামে ওই ডাক্তারের দাবি, করোনা সাধারণ ফ্লু ছাড়া অন্য কিছু নয়। প্রত্যেক বছর প্রায় সমস্ত মানুষকেই এই ধরণের ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার শিকার হতে হয়। যা স্বাভাবিক নিয়মেই কমে যায়। আবার স্বাভাবিক ভাবেই মৃত্যু হয় কিছু মানুষের।

ফরিদাবাদে চিকিৎসক হিসেবে কর্মরত ডাক্তার বিশ্বরূপ রায়চৌধুরী আদতে কলকাতার ছেলে। দীর্ঘ ১৫ বছর তিনি ফরিদাবাদে কর্মরত। ডায়বেটোলজির ওপর পিএইচডি ডিগ্রিও রয়েছে বিশ্বরূপের।তার দাবি, কোনোরকম ওষুধ বিশুদ্ধ ছাড়াই প্রায় সাড়ে ৯ হাজার মানুষ তার কাছে সুস্থ হয়েছেন। তাদের নাম ঠিকানা সহ যাবতীয় তথ্যও রয়েছে তার কাছে। তাহলে যে এতো মানুষ আক্রান্ত হচ্ছেন? এতো মৃত্যু?

ওই চিকিৎসকের দাবি, এটা কৃত্তিম এবং পরিকল্পিত ভাবে তৈরী করা এক ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা। যা নিয়ে চলছে কোটি কোটি টাকার ব্যবসা। যেহেতু করোনার কোনো ওষুধ নেই, তাই পরীক্ষামূলক ওষুধের প্রয়োগেই মৃত্যু হচ্ছে মানুষের। তার মতে, কোনো চিকিৎসা ছাড়াই সহজেই সেরে উঠবে মানুষ। খোলা হাওয়া, সূর্যের আলো আর মানুষের শরীরে থাকা ইমিউনিটি পাওয়ারই এর জন্য যথেষ্ট। বরঞ্চ হাসপাতালে গেলেই বিপদ বাড়ছে মানুষের। বিশ্বরূপ বাবুর দাবি, প্রত্যেক বছর বিশ্বজুড়ে এর থেকে অনেক বেশি মৃত্যু হয় ভাইরাল ইনফ্লুয়েঞ্জা এবং ফ্লু’তে।

তাহলে বাঁচার উপায় ?

নজর রাখুন ডাক্তার বিশ্বরূপ রায় চৌধুরীর সহজ টোটকায় !

*সমস্ত বক্তব্য ডাক্তার বিশ্বরূপ রায় চৌধুরীর ব্যক্তিগত

Related Posts

Leave a Reply