এটাই বিশ্বের দ্রুততম করোনা নির্ণায়ক যন্ত্র: সময় নেবে মাত্র ৫ সেকেন্ড !
কলকাতা টাইমসঃ
এটাই বিশ্বের সবচেয়ে দ্রুত করোনা নির্ণায়ক যন্ত্র হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। যার মাধ্যমে মাত্র ৫ সেকেন্ডেই জানা যাবে সামনে থাকা ব্যক্তিটি করোনা আক্রান্ত কিনা। এবং সবটাই হবে রোগীকে না ছুঁয়ে, সোশ্যাল ডিস্টেনসিং মেনটেইন করে। করোনা পরীক্ষার জন্য এমনই অভিনব একধরণের র্যাপিড টেস্ট ডিভাইস তৈরি করলেন ইরানের বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা দাবি করছেন, মাত্র ৫ সেকেন্ডের মধ্যে দূর থেকেই করোনা সংক্রমণ শনাক্ত করতে সক্ষম এই যন্ত্র। তাদের দাবি, এই যন্ত্রের সাহায্যে ৫ সেকেন্ডের মধ্যে বুকের এক্সরে রিপোর্টের ওপর ভিত্তি করে শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে কি না, তা প্রায় নির্ভুলভাবে জানা সম্ভব। যন্ত্রটি সহজেই বহনযোগ্য। ফলে করোনা নির্ণয় এবং তার চিকিৎসা আরো দ্রুত করা সম্ভব হবে এই যন্ত্রের সাহায্যে।