January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

৩ ম্যাচ নির্বাসনের পথে সালাহ ! হাতছাড়া হবে রেকর্ড 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মোহাম্মদ সালাহ ঘালিকে বলা হয়ে থাকে মিশরের মেসি। একের পর এক সাফল্য ক্রমেই তার অবস্থানকে সুসংহত করছে ফুটবলের ময়দানে। ব্যালন ডি অর জয়ের দৌড়ে পাল্লা দিচ্ছেন মেসির সাথে। তবে এবার মুদ্রার উল্টোপিঠটাও দেখতে হচ্ছে লিভারপুলের এই তারকাকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির খেলোয়াড়কে আঘাত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত শনিবার অনুষ্ঠিত ম্যাচটির ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে ফুটবল এসেসিয়েশন (এফএ)। অভিযোগ প্রমাণিত হলে লিগে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। অবশ্য চলতি মরসুমে লিগে আর মাত্র ২টি ম্যাচ বাকি রয়েছে লিভারপুলের। লিগে নিজেদের ৩৬তম ম্যাচে স্টোক সিটির মুখোমুখি হয়েছিলো লিভারপুল। খেলাটি ছিলো লিভারপুলের মাঠে। তারপরও সমানতালে লড়াই করেছে স্টোক সিটি। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।  ম্যাচের বিরতির কিছুক্ষণ আগে স্টোক সিটির ডিফেন্ডার ব্রুনো মার্টিনস ইন্ডির সঙ্গে বল দখলের সময়ে তার মুখে আঘাত করে বসেন সালাহ। এরপর ম্যাচ শেষে সালাহর বিরুদ্ধে অভিযোগ করে স্টোক সিটি।

সেই অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে এফএ। এই কারণে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। এফএর আইনে বলা আছে, যদি খেলা চলাকালীন রেফারিরা মাঠের ঘটনাগুলো ভুলবশতঃ দেখতে না পান তবে, প্রাক্তন রেফারিদের প্যানেলের সদস্যরা তাদের সর্বসম্মতিক্রমে ঐ খেলোয়াড়কে লাল কার্ড প্রদান করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ফুটেজে সালাহর দোষ প্রমাণিত হলে লাল কার্ডের কারনে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন লিভারপুলের মিশরীয় এই তারকা। ফলে লিগের বাকী দুই ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে সালাহকে।

চলতি মরসুমে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন সালাহ। ইতোমধ্যে লিগে ৩৬ ম্যাচে ৩১ গোল করেছেন তিনি। আর ১টি গোল হলেই প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়বেন তিনি। কিন্তু নিষিদ্ধ হবার সম্ভাবনা থাকায় সেই রেকর্ড গড়ার সুযোগ এখন অনিশ্চিতের মুখে। তবে গোল্ডেন বুটের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন এই নব্য মিশরীয় সুপারস্টার।

 

Related Posts

Leave a Reply