ভারতীয় পর্যটকদের হালহকিকত জানতে নয়া কৌশল নেপালের
কলকাতা টাইমসঃ
এখনো ভারতীয়দের তাদের দেশে পর্যটনে বাধা না দিলেও, ভারতীয় জনগণকে নিজেদের র্যাডারে ছেকে ফেলতে চাইছে নেপাল প্রশাসন। ধীরে ধীরে ভারতীয় জনগণের পায়ে বেড়ি পোড়ানোর লক্ষে এগোতে চাইছে তারা। এতদিন পর্যন্ত নেপালে প্রবেশ করতে ভারতীয়দের কোন প্রকার বাধা নিষেধ ছিল না। এখন থেকে নেপালে প্রবেশ করতে ভারতীয়দের বাধ্যতামূলকভাবে সরকারি পরিচয়পত্র দেখাতে হবে।
একই সঙ্গে লিপিবদ্ধ করতে হবে সেদেশে যাওয়ার কারণ। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা জানান, করোনার সংক্রমণ রোধ করতেই এই ধরণের পদক্ষেপ করছেন তারা। তার মতে, ভারত থেকে নেপালে প্রবেশকারীদের তথ্য রাখা জরুরি। প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় কিছু এলাকা নিজেদের মানচিত্রে স্থান দিয়ে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ চড়িয়েছে নেপাল।