নরেন্দ্র মোদির অসাধারণ এক চিঠি মহেন্দ্র সিং ধোনিকে
কলকাতা টাইমসঃ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অভিনব ভঙ্গিমায় অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। এই ঘটনার পর থেকেই অদ্ভূত এক ঘোরের মধ্যে রয়েছে আপামর ভারতবাসী। যা নাড়িয়ে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। বিশ্বজয়ী অধিনায়ককে একটি আবেগে ঘন চিঠি লিখে নিজের অভিব্যক্তি ব্যক্ত করলেন নরেন্দ্র মোদি।
আপ্লুত ধোনিও টুইট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। মোদির পাঠানো দুই পাতার সেই চিঠিও পোস্ট করেন ধোনি। প্রধানমন্ত্রী লিখেছেন, “শুধু ক্যারিয়ারের সংখ্যাতত্ত্ব আর ম্যাচ জেতার হিসেব দিয়ে এম এস ধোনির নাম মনে রাখা হবে না। নিছক ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলেও আপনার প্রতি সুবিচার করা হয় না। আপনার অবদানকে এক বিশেষ ফেনোমেনন হিসেবে দেখাটাই ঠিক হবে।”
মোদি লিখেছেন, ‘এক ছোট শহর থেকে জাতীয় স্তরে উত্থান আপনার নামের সঙ্গে সঙ্গে দেশকেও গৌরবান্বিত করেছে। আপনার উত্থান এবং আপনার ক্রিয়াকলাপ দেশের কোটি কোটি যুবকের কাছে প্রেরণা। যারা আপনার মতোই কোনও অভিজাত স্কুল-কলেজে পড়েনি, পারিবারিক আভিজাত্যও নেই, কিন্তু প্রতিভা রয়েছে। নতুন ভারতীয় সত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ আপনি।’