এবার উত্তরাখণ্ডের লিপুলেখ সীমান্তে সেনা এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি চীনের !
কলকাতা টাইমসঃ
এবার উত্তরাখণ্ডের লিপুলেখ সীমান্তে সেনা এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনের চেষ্টা চালানোর অভিযোগ উঠলো চীনের বিরুদ্ধে। কিছুদিন আগেই এই এলাকাকে নিজেদের বলে দাবি করে নেপাল। লিপুলেখ এলাকায় ভারত, নেপাল এবং চীন তিন দেশেরই সীমান্ত রয়েছে। গত মে মাস থেকেই এখানে আনাগোনা শুরু করে চীন।।
জানা যাচ্ছে, ইতোমধ্যেই সেখানে প্রায় হাজার খানেক সেনা মোতায়েন করেছে চীন।এমনকি সেখানকার ট্রাই জংশন এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েনেরও প্রস্তুতি চালানো হচ্ছে বলে খবর। সাম্প্রতিক এক উপগ্রহচিত্রে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রসঙ্গত, এই লিপুলেখেই মানস সরোবর যাত্রার জন্য ৮০ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরী করে ভারত। নেপাল আপত্তি জানিয়ে লিপুলেখ, লিম্পুয়াধুরা এবং কালাপানিকে নিজেদের দাবি করে দেশের নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল।