February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

করোনা আতঙ্কে একা বিমান ভাড়া করে দুবাইয়ে পৌঁছলেন বিরাট কোহলি !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমসঃ
স্ত বিমান ভাড়া করে একা দুবাই পৌঁছলেন বিরাট কোহলি। ডেস্টিনেশন আইপিএল। কিন্তু কেনো চার্টার্ড ফ্লাইট ভাড়া করে এধরণের ব্যতিক্রমী যাত্রা! আরসিবি সমর্থকরা ইতিমধ্যেই যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আরসিবি টিম পৌঁছনোর পর আলাদা ভাবে দুবাই পৌঁছন বিরাট। এই ঘটনায় সকলেই হতবাক।
যেখানে দলের অন্যান্য প্লেয়ারদের বেঙ্গালুরুতে পৌঁছনোর পর কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকার পর দুবাইয়ের উদ্যেশ্যে রওনা দেন। কোহলি সেখানে ব্যতিক্রম। জানা যাচ্ছে, করোনা পরিস্থিতির মধ্যে কোহলি কোনো ঝুঁকি নিতে চাননি। কোয়ারেন্টাইন এড়াতেই বেঙ্গালোরে দলের সঙ্গে না যোগ দেওয়ার বক্তব্য উঠে আসছে আরসিবির তরফে। অন্য একটি অংশ বলছে হাই প্রোফাইল কোয়ারেন্টাইন ব্যবস্থা নয়, আসলে সতীর্থদের সঙ্গে একসঙ্গে যাত্রাটাই এড়াতে চেয়েছিলেন তিনি। সংক্রামণের ভয়ে।

Related Posts

Leave a Reply