মেসিকে ছোটবেলার ক্লাবে ফিরিয়ে আনার দাবিতে আর্জেন্টিনার রাস্তায় মিছিল
কলকাতা টাইমসঃ
মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের পর তাকে দলে নিতে ইতিমধ্যেই আসরে নেমেছে বিশ্বের তাবড় ফুটবল ক্লাব। এরই মধ্যে মেসিকে নিজের প্রথম ক্লাবে ফিরে আসার দাবি নিয়ে আসরে নামলো লিওর আর্জেন্টাইন ভক্তরা। তাদের দাবি রোজারিও শহরের ‘নিওয়েল’স ওল্ড বয়েজ’ ক্লাবে আবারো ফিরে আসুক তাদের প্রিয় ফুটবল তারকা। এই দাবি সম্বলিত মিছিলের নাম দেওয়া হলো ‘মেসি প্যারেড’।
প্রসঙ্গত, এই ক্লাবেই কাটে মেসির শৈশব। ১৯৯৫ সালে মেসি নিওয়েল’স ওল্ড বয়েজে যোগ দেন। তার পরের চার বছরে তাদের মাত্র একটি ম্যাচ হারতে হয়েছিল। সেই সময় “দ্য মেশিন অব ’৮৭” নামে পরিচিত হয়ে ওঠেন তিনি। কারণ ১৯৮৭ হলো জন্ম সাল। ২০০১ সালে এখন থেকেই বার্সেলোনায় গমন। মেসি ভক্তদের যুক্তি, ৩৩ বছর বয়সে স্পেনের সেভিলা ক্লাব থেকে নিওয়েল’স ওল্ড বয়েজে যোগ দেন মারাদোনা। মেসিও এখন ৩৩। তাই মেসিও তার শৈশবের ক্লাবে যোগ দিতেই পারেন।