November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ওয়ানডে ক্রিকেট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড, ২ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় ভারত

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

৫ বছর পর ওয়ানডে ক্রিকেট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো ইংল্যান্ড। ভারতকে পেছনে ফেলে ১২৫ পয়েন্ট নিয়ে এই তালিকার প্রথম স্থানটি দখল করে নিয়েছে জো রুটরা। ২০১৩ জানুয়ারিতে শেষবার ইংলিশরা শীর্ষে উঠেছিল। অন্যদিকে, ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।

নতুন র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা দুই থেকে নেমে গিয়েছে তিনে, তাদের পয়েন্ট ১১৩। নিউজিল্যান্ড ১১২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরেই রয়েছে। ১০৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে অস্ট্রেলিয়া। আর পাকিস্তান আছে ছয়ে, তাদের পয়েন্ট ১০২। এরপরই আছে বাংলাদেশ। ৯৩ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে টাইগাররা। ৭৭ পয়েন্ট শ্রীলঙ্কার, ৬৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রায় তলানিতে।৬৩ পয়েন্ট নিয়ে আফগানিস্থানের অবস্থান যথাক্রমে অষ্টম, নবম ও দশম। এছাড়া জিম্বাবুয়ে ৫৫ পয়েন্ট নিয়ে এগারো ও আয়ারল্যান্ড ৩৮ পয়েন্ট নিয়ে বারো নম্বরে আছে।

 

Related Posts

Leave a Reply