January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

হাতে অস্ত্রের আঘাত, এরপরও ছিনতাইকারীকে পাকড়াও করলো পনেরোর কিশোরী 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হাতে ধারালো অস্ত্রের আঘাতের পরও মোবাইল ছিনতাইকরিকে বাইক থেকে টেনে হিচড়ে নামিয়ে ধরিয়ে দিলো কিশোরী। অসম সাহসী ১৫ বছরের এই কিশোরীর সিসিটিভি ফুটেজ আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ নেটদুনিয়ায় প্রশংসার বন্যা বইছে এই মেয়ের কর্মকান্ডের। পাঞ্জাবের জলন্ধরের ঘটনা৷ সেখানকার ফতেহপুরী এলাকার বাসিন্দা কুসুম কুমারীকে একদিন রাস্তায় ধাওয়া করে দুই বাইক আরোহী। পেছনে বসা যুবক তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়।

বাইকের পেছনে দৌড়ে এক অভিযুক্তের টি-শার্ট এর নাগাল পেয়ে যায় তরুণী। হাতে ধারালো আঘাতের পরও ওই তরুণী তাকে ছাড়েননি। অন্য পথচারীরা ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। গোটা ঘটনাটি রেকর্ড হয়ে যায় রাস্তায় থাকা সিসি ক্যামেরায়। বেগমপুরা এলাকার বাসিন্দা অবিনাশ কুমার (২২) ওরফে আশু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যজন পলাতক।

Related Posts

Leave a Reply