রাজস্থানে ভয়ঙ্কর ধূলোঝড়ে ২৪ জনের মৃত্যু, আহত শতাধিক !
নিউজ ডেস্কঃ
রাজস্থানে এক প্রবল ধূলোঝড়ে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। বুধবার রাতে বিভীষিকার মতো ভারতপুর, আলওয়ার এবং ধোলপুর ডিস্ট্রিক্টের ওপর দিয়ে বয়ে যায় এই ঝড়। ওইসব অঞ্চলে ধ্বংসের ছাপ রেখে যায় এই ঝড়। শয়ে শয়ে গাছপালা আর বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
প্রাথমিকভাবে জানা যায়, একশোরও বেশি গাছকে মূল থেকে উপড়ে ফেলেছে গত রাতের ধূলিঝর। বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যাপক এলাকা জুড়ে তৈরী হয়েছে বিদ্যুৎ বিপর্যয়। কিছু এলাকায় বিপদ এড়াতে বৈদ্যুত সংযোগ বন্ধ রাখা হয়েছে। রাজ্যের পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, এক হাজারের বেশি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। পুরো শহর এখন অন্ধকারে। বিদ্যুৎ সংযোগে কমপক্ষে আরো দুই দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।