ভারতকে হুঁশিয়ারি চীনের: ভুল শুধরে নিন !
কলকাতা টাইমসঃ
চীনা অ্যাপ নিষিদ্ধ করার প্রতিবাদ স্বরূপ এবার ভারতের উদ্যেশ্যে চড়া হুঁশিয়ারি দিলো চীন। আজ বৃহস্পতিবার চীনা বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র গাও ফেং এই হুঁশিয়ারি দিয়ে ভারতকে দ্রুত নিজের ভুল শুধরে নেওয়ার উপদেশ দেন। প্রসঙ্গত, গতকালই পাবজি-সহ ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। প্রথম পর্যায়ে গালওয়ানের ঘটনার পর গত ২৯ জুন টিকটক-সহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারতে।
কিছুদিন পর এই তালিকায় যোগ হয় আরো ৪৯টি অ্যাপ। আর তৃতীয় দফায় গতকাল বুধবার নিষিদ্ধ করা হয় পাবজিসহ আরো ১১৮টি অ্যাপ। আজ বৃহস্পতিবার গাও ফেং জানিয়েছেন, এই পদক্ষেপ চীনের ব্যবসায়ীদের কাছে নেতিবাচক প্রভাব ফেলছে। যে কারণে ভারতকে দ্রুত ভুল শুধরে নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। বিশ্বের নিরিখে পাবজি সবচেয়ে বেশি জনপ্রিয় ভারতে। ২৪ শতাংশই যা ডাউনলোড হয়েছে এদেশে। স্বভাবতই এই সিদ্ধান্তের ফলে প্রবল চাপে চীনা সংস্থাগুলো।