চীন সংঘাতে যেতেই লম্ফো-ঝম্ফো শুরু নেপালের
কলকাতা টাইমসঃ
এবার লিপুলেখ সীমান্তে সেনা মোতায়েন শুরু করলো নেপাল। জানা যাচ্ছে, নেপালের কেপি শর্মা ওলি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় উত্তরাখণ্ডের কালাপানি উপত্যকায় থাকা ভারত, চীন ও নেপালের সীমান্তে আরও ‘এনএপিএফ’ মোতায়েন করতে বলা হয়েছে।
ওই বাহিনী ভারতীয় সেনা জওয়ানদের উপরে নজরদারি চালাবে। এরপরেই সেখানে নেপাল আর্মড পুলিশ ফোর্সের ৪৪ নম্বর ব্যাটেলিয়ানকে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে চীনও গত জুলাই মাস থেকে লিপুলেখ সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে সেনা মোতায়েন শুরু করে বলে খবর। প্রসঙ্গত, নেপাল গত জুন মাসে দেশের মানচিত্র সংশোধন করে উত্তরাখণ্ডের লিপুলেখ, লিমপিয়াধুরা এবং কালাপানি অঞ্চলকে নেপালের অংশ হিসেবে দেখায়।