গান্ধী পরিবারের অনুগত ৬ সদস্যকে নিয়ে তৈরী হলো ‘পরামর্শদাতা কমিটি’
কলকাতা টাইমসঃ
জাতীয় কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে মজবুত করতে মাথার ওপর ৬ জন পরামর্শদাতা নিয়োগ করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। যদিও বিরোধীদের বক্তব্য দলকে গান্ধী পরিবারের অনুগত রাখতেই এই সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী। জানা যাচ্ছে, ছয় সদস্যের ওই বিশেষ কমিটিসোনিয়াকে সংগঠনের কাজে সহায়তা করার পাশাপাশি বিশেষ পরামর্শদাতা হিসেবে কাজ করবেন তারা।
ওই কমিটিতে স্থান পেয়েছেন কংগ্রেসের বিদ্রোহী নেতা মুকুল ওয়াসনিক। এছাড়াও ওই কমিটিতে জায়গা করে নিয়েছেন গান্ধী পরিবারের পাঁচ অত্যন্ত অনুগত- এ.কে.অ্যান্টনি, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনি, কে.সি.বেণুগোপাল ও রণদীপ সিং সুরজেওয়ালা। বিরোধীদের ধারণা বিক্ষুব্ধদের বন্ধ করতে মূলত শিখন্ডি হিসেবেই কমিটিতে রাখা হয়েছে মুকুল ওয়াসনিককে।