ফের টিভির পর্দায় মাধুরী দীক্ষিত !
নিউজ ডেস্কঃ
ফের টিভির পর্দায় ফিরতে চলেছেন মাধুরী দীক্ষিত। একটি হিন্দি বেসরকারি চ্যানেলের নাচের রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ানে’র বিচারক হিসেবে প্রত্যাবর্তন ঘটছে চলেছে মাধুরী দীক্ষিতের। বিচারকের হটসিটে মাধুরীর সঙ্গেই দেখা যাবে হাম্পটি শর্মা কি দুলহানিয়া, বাদ্রীনাথ কি দুলহানিয়াখ্যাত পরিচালক শশাঙ্ক খৈতান এবং কোরিওগ্রাফার তুষার কালিয়াকে।
নতুন ফর্ম্যাটের এই রিয়েলিটি শো’তে তিনটি ক্যাটাগরি থাকছে। শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্ক। এই তিন বিভাগের প্রতিযোগীরা নিজেদের নাচের স্কিল প্রমাণ করবেন সংশ্লিষ্ট ক্যাটেগরিতে। ফর্ম্যাটের এই অভিনবত্বই মুগ্ধ করেছে মাধুরীকে। তিনি জানান, ‘‘অভিনব এই রিয়েলিটি শো’র অংশ হতে পেরে আমি ভীষণ উত্তেজিত। এই শো’র ইউএসপি হল তিন প্রজন্মের প্রতিযোগীদের একই মঞ্চে নাচের সুযোগ করে দেওয়া।’’