ভারতীয় সেনার জন্য ১০ হাজার বছরের পুরোনো লেকের সন্ধানে ভারতীয় ভূতত্ববিদ
কলকাতা টাইমসঃ
ভারতীয় সেনার জন্য ১০ হাজার বছরের পুরোনো এক লেকের সন্ধানে মগ্ন প্রখ্যাত ভূতত্ববিদ ড. রীতেশ আর্য। লাদাখের সর্বোচ্চ সীমায় ভারতীয় সেনাবাহিনী জন্য অনুকূল পরিবেশের সন্ধান দিতেই তার এই অনুসন্ধান। ১৭ হাজার ফুট উচ্চতায় প্রাচীন এই লেকের সন্ধানে আপাতত দিন রাত এক করছেন ড. আর্য। জানা যাচ্ছে, ১০ হাজার বছর আগেকার ওই লেকটির নাম ‘পালেও লেক’।
এর আগেও সিয়াচেনের মতন উচ্চতায় সেনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রীতেশের। এবারও দৌলত বেগ ওল্ডির দুর্গম অঞ্চলে সেনার সঙ্গে ২৮ দিন ঘুরে বেড়িয়েছেন তিনি। ড. আর্য দৌলত বেগ ওল্ডিতে লেকের সন্ধান পাওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তার মতে ওই এলাকার হাইড্রো জিওলজিক্যাল পরিবেশ জল থাকার অনুকূল।