পাকিস্তানকে আইপিএল দেখতে দেবে না ভারত
কলকাতা টাইমসঃ
ভারত-পাকিস্তান। দীর্ঘদিন দু’দেশের মধ্যে বন্ধ রয়েছে ক্রিকেট। এবার পাকিস্তানের দর্শকদের টিভিতে আইপিএল দর্শন থেকেও বঞ্চিত করলো ভারত। টিভি তো বটেই যাতে কোনো রকম অ্যাপের মাধ্যমেও সেদেশের দর্শক বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্ট দেখতে না পারে তাও নিশ্চিত করা হয়েছে ভারতীয় ক্রিকেট প্রশাসনের তরফ থেকে।
আইপিএল সম্প্রচারের স্বত্ব পাওয়া স্টার পোর্টস পাকিস্তানের কোনো সংস্থার সঙ্গেই চুক্তির আগ্রহ দেখায়নি। কারণ ইতিমধ্যেই বেশ কিছু ভারতীয় চ্যানেলকে সেদেশে ব্যান করে রেখেছে ইমরান সরকার। প্রসঙ্গত, ২০১২ সাল থেকেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত এবং পাকিস্তান। ২০০৭ সালে শেষ টেস্ট খেলেছে এই দুই দেশ। আর ২০১২ সালে শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিয়েছিল প্রতিবেশী এই দুই রাষ্ট্র। বর্তমানে আইপিএলে অংশ নিতেও পারেনা পাকিস্তানের ক্রিকেটাররা।