চীনের সেনাবাহিনীও আসলে আর পাঁচটা জিনিসের মতন ‘মেড ইন চায়না’ !
কলকাতা টাইমসঃ
চীনের সেনাবাহিনীও আর পাঁচটা জিনিসের মতন ‘মেড ইন চায়না’। যত চাকচিক্কই থাক আসলে ভঙ্গুর। গ্যালোয়ানে ভারতীয় সেনাদের হাতে নাকাল হয়ে দখলে রাখা জমি ভারতীয় ফৌজকে ছেড়ে দিতে বাধ্য হওয়ায় তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ‘সিঙ্গাপুর পোস্ট’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এই ধারণা আরও স্পষ্ট ভাবে ধরা দিয়েছে।
সেখানে প্রকাশিত একটি নিবন্ধে প্রতিবেদক স্টুয়ার্ট হোয়াইট লিখেছেন : চীনের গণমুক্তি ফৌজের মান এখন অনেকটা ‘মেড ইন চায়না’ পণ্যের মতোই। নিবন্ধে বলা হয়, তিব্বত এবং শিনজিয়াংয়ের মানুষের ওপর যাবতীয় জুলুম চালিয়েও তাদের দমন করা যাচ্ছে না। হংকংও তপ্ত। তাই খুব কৌশলের সঙ্গে এগোচ্ছে চীন। ‘সব ঠিক আছে, বললেও আসলে অনেক কিছু ধরা পড়ে যাচ্ছে।