ভারতীয় নাগরিকদের ব্যান করল সৌদি
কলকাতা টাইমস :
ভারতসহ তিন দেশের নাগরিকদের নিজের দেশে প্রবেশ নিষেধ করে দিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
সৌদির সরকারি নথি অনুযায়ী, করোনা সংক্রমণ বাড়তে থাকায় এসব দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত, ব্রাজিল এবং আর্জেন্টিনা এই তিন দেশে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌদি থেকে কেউ যেমন এই তিন দেশে ভ্রমণ করতে পারবে না। আবার এই তিন দেশ থেকেও সৌদিতে ভ্রমণ করা যাবে না।
এছাড়া যে কোনো ব্যক্তি সৌদি আরবে যাওয়ার ১৪ দিন আগে এই তিন দেশে ভ্রমণ করে থাকলে তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানানো হয়েছে।
গত ডিসেম্বরে প্রথম চীনে করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক সময়ে ভারত এবং ব্রাজিলেও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
এদিকে, ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি। আগামী ৪ অক্টোবর থেকে মুসল্লিদের জন্য কাবা খুলে দেওয়া হচ্ছে। ফলে মুসল্লিরা আবারও ওমরাহ পালন করতে পারবেন।