ভয়াবহ যুদ্ধ শুরু হলো মধ্য এশিয়ায় !
কলকাতা টাইমসঃ
ভয়াবহ যুদ্ধ শুরু হলো মধ্য এশিয়ায়। বৈরী দুই দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে দীর্ঘদিন ‘ধরেই নাগরনো-কারাবাখ’ অঞ্চল নিয়ে টানাপোড়েন চলছে। এবার সরাসরি ঘোষিত যুদ্ধ শুরু করলো চিরশত্রু এই দুই দেশ। আর্মেনিয়ার অভিযোগ, আজারবাইজান নাগরনো-কারাবাখ অঞ্চলে হামলা চালিয়েছে। আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত।
আর্মেনিয়ার তরফে জানানো হয়েছে, রবিবার ভোর ৪te ১০ মিনিট নাগাদ হামলা চালায় আজারবাইজান। জবাবে আর্মেনিয়া প্রতিপক্ষের দুটি হেলিকপ্টার এবং তিনটি ড্রোন ভূপাতিত করে।যুদ্ধে দুই দেশের তরফেই ট্যাংক, আর্টিলারি মিসাইল, যুদ্ধবিমান এবং ড্রোন ব্যবহার করেছে।