পুরোনো রূপার গহনাও হয়ে যাবে একেবারে নতুন, কিভাবে….
কলকাতা টাইমস :
মহিলাদের অতিপ্রিয় রূপার গহনা। তবে ঝকঝকে অলংকার ময়লা হয়ে গেলে কার ভালো লাগে? চিন্তান কিছু নেই। এগুলো সহজে বাড়িতেই পরিষ্কার করতে পারবেন। বিশেষজ্ঞরা দিচ্ছেন পরামর্শ।
১. লাগবে লবণ এবং বেকিং সোডা : একটি কাচের পাত্র নিন। একে টিন ফয়েলে মুড়িয়ে দিন। এতে ঢেলে দিন গরম জল। এবার জলে লবণ এবং বেকিং সোডা দিন। একে আস্তে আস্তে নেড়ে নিন। এবার রূপার গহনাগুলো এতে রাখুন টানা ৫ মিনিট। এবার এগুলো তুলে জলে ধুয়ে নিন।
২. অলিভ ওয়েল এবং লেবুর রস : এক কাপ লেবুর রসে এক টেবিল চামচ অলিভ ওয়েল মিশিয়ে নিন। এতে একটি পরিষ্কার ছোট টুকরা কাপড় চুবিয়ে নিন। কাপড়টি চিপে তরল ঝরিয়ে নিন। এবার রূপার অলংকারগুলো কাপড়টি দিয়ে আস্তে আস্তে ঘষতে থাকুন। দেখবেন ময়লা উঠে যাচ্ছে। এবার হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
৩. হোয়াইট ভিনেগার এবং বেকিং সোডার ব্যবহারেও কাজটি সারতে পারবেন। আধা কাপ হোয়াইট ভিনেগারে মেশান ২ টেবিল চামচ বেকিং সোডা। এই মিশ্রণে ময়লা গহনাগুলো ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। গয়নাগুলো হাত দিয়ে ঘষে পরিষ্কার করুন। রোদে শুকিয়ে নিন। এ পদ্ধতিতে মোটা পরতের ময়লাও সাফ করা যায়।