যে ৪টি কারণে অজ্ঞান হয়ে যেতে পারেন আপনিও
কলকাতা টাইমস :
আমাদের পরিচিত অনেকের মধ্যেই এই সমস্যাটা থাকে। রাস্তায় হাঁটতে হাঁটতে বা কাজ করতে করতে আচমকা অজ্ঞান হয়ে যান তারা। বেশ খানিকক্ষণ পর জ্ঞান ফেরে। কিন্তু, কেন এভাবে তারা অজ্ঞান হয়ে যান? বিশেষজ্ঞরা বলছেন, মূলত ৪টি কারণ থাকে।
১. নিম্ন রক্তচাপ : রক্তচাপ কমে গেলে মানুষ অজ্ঞান হয়ে যান। এ ধরনের ঘটনা বেশি ঘটে ৬০ থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে মানুষজনের।
২. ডিহাইড্রেশন : শরীরে পানির পরিমাণ কমে গেলে রক্তের মধ্যে জলীয় পদার্থের পরিমাণও কমে যায়। যার জেরে কমে যায় রক্তচাপ। স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। মানুষ অজ্ঞান হয়ে যান।
৩. ডায়াবেটিস : ডায়াবেটিক রোগীরা বার বার মূত্রত্যাগ করেন। ফলে শরীরে পানির পরিমাণ কমে যেতে থাকে। অত্যধিক সুগারে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, রক্তচাপ কমে যায়।
৪. হৃদরোগ : হার্টে সমস্যা থাকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। যার ফলে মানুষ অনেক সময় অজ্ঞান হয়ে যায়। এ ধরনের সমস্যাকে বলা হয় কার্ডিয়াক সিনকোপ।