November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দীর্ঘ বাবরির রায়ের পর ‘ছাড়া’ পাবেন বিচারপতিও 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

৮ বছর পর বাবরি মসজিদ ধ্বংসমামলার রায় আজ বুধবার ঘোষণা হল । লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে রায় ঘোষণা করেন বিচারপতি সুরেন্দ্রকুমার যাদব রায়।

এদিকে, আজ রায় ঘোষণার পরই বিচারপতি সুরেন্দ্রকুমার যাদব রায় অবসর নেবেন বলে খবরে জানা গেছে। ২০১৯ সালেই অবসর নেওয়ার কথা ছিল তার। কিন্তু এই মামলার রায়দানের জন্য তার অবসরের দিনক্ষণ পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট।এদিকে, এ মামলায় অভিযুক্ত বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, কল্যাণ সিং, উমা ভারতীসহ ৩২ জন  বেকসুর খালাস পেয়েছেন ।

আগে আদালতের নির্দেশ ছিল আডবাণী, জোশী, কল্যাণ সিং, উমা ভারতীদের সশরীরে আদালতকক্ষে হাজির থাকতে হবে। কিন্তু বয়সের কথা ভেবে নব্বই পার হয়ে যাওয়া আডবাণী ও ৮৬ বছর বয়সী মুরলী মনোহর জোশী জানিয়েছেন, তারা আদালতে উপস্থিত না থেকে ভিডিও কনফারেন্স যোগ দেন ।

উমা ভারতী করোনায় আক্রান্ত হয়ে এইমসে ভর্তি। কল্যাণ সিং-ও অসুস্থ। তারা কেউই আদালতে ছিলেন না। তবে আডবাণী, জোশী, কল্যাণ সিংয়ের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেন। বাকিরা আদালতে হাজির ছিলেন ।

Related Posts

Leave a Reply