এ এক অদ্ভুত খামার
কলকাতা টাইমসঃ
জার্মানির হুয়র্ত এলাকায় প্রায় ১৩০ হেক্টর জায়গা জুড়ে গড়ে উঠেছে অদ্ভুত এক খামার। পোশাকি নাম গ্যার্টট্রুডেনহোফ। এখানে গৃহপালিত পশু পাখিদের সঙ্গেই রয়েছে নানান চাষবাসের আয়োজন। এখানে শিশুরা সরাসরি যোগ দিতে পারে খামারের বিভিন্ন কর্মকান্ডে অংশ নিতে। এই শরৎকালে সেখানে চোখ জুড়ানো কুমড়ো উৎসবের আয়োজন করেন খামারিরা। মেলা ঘুরে দর্শণার্থীদের অনেকেই পছন্দের রং-বেরঙের কুমড়োটি কিনে বাড়ি ফেরেন। মেলার আরেকটি বিশেষ আকর্ষণ হলো মিষ্টি কুমড়ো থেকে তৈরি পানীয়।
খামারে থাকা গৃহপালিত প্রাণীদের নিজের হাতে খাওয়ানোর সুযোগ পায় শিশুরা। ছুটির দিনে মা-বাবারা সন্তানদের গ্রাম জীবনের ধারণা দিতে এখানে নিয়ে আসেন। বিভিন্ন স্কুল থেকেও শিশুদের নিয়ে আসেন শিক্ষক শিক্ষিকারা। করোনার কারণে এ বছরের উৎসব আয়োজনে ছিল বাড়তি সতর্কতা।