ডোনাল্ড ট্রাম্পের রেডিয়েশনে থাকা অন্তত ১১ জন করোনায় আক্রান্ত
কলকাতা টাইমসঃ
এই মুহূর্তে সবচেয়ে চর্চায় রয়েছেন করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প। শুধু ট্রাম্পই নন, তার ঘনিষ্ট রেডিয়েশনে থাকা আরও বেশ কিছু ঘনিষ্ট কর্তাও করোনায় আক্রান্ত হয়েছেন। চলুন দেখে নেওয়া যাক তারা করা।
করোনায় আক্রান্ত হয়েছেন ট্রাম্পের ঘনিষ্ট সহকারী হোপ হিকস, নিকোলাস লুনা, মার্কিন সিনেটর মাইক লি, থম তিলিস এবং রন জনসন। ট্রাম্পের প্রাক্তন পরামর্শদাতা কেলিয়ান কনওয়ে, ট্রাম্পের প্রচারের দায়িত্বে থাকা বিল স্টিফেন, রিপাবলিকান চেয়ারওম্যান রনা ম্যাকড্যানিয়েল এবং প্রাক্তন গভর্নর ক্রিস ক্রিস্টি।
তবে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ট্রাম্প কন্যা ইভাঙ্কা ও তার স্বামী জারেড কুশনারের, দুই পুত্র এরিক ও ব্যারন এবং পুত্রবধূ লারা। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারেরও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর।