November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

রাশিয়ান স্পুটনিক-৫ কোন ভারতীয়ের শরীরে নয়, সাফ জানাল সিডিএসসিও 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
রাশিয়ার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন স্পুটনিক ৫ দেশব্যাপী ব্যবহারের অনুমতি দেয়নি ভারত। এর বদলে ছোট পরিসরে এ ভ্যাকসিনের পরীক্ষা চালানোর পরামর্শ দিয়েছেন ভারতের ওষুধ নিয়ন্ত্রকরা।

স্পুটনিক ৫-এর কার্যকারিতা পরীক্ষায় ভারতজুড়ে এটি ব্যবহারের আবেদন করেছিল ড. রেড্ডি’স ল্যাবরেটরিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) একটি প্যানেল।

সিডিএসসিও জানিয়েছে, রাশিয়ার তৈরি ভ্যাকসিনের সুরক্ষা ও রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পর্কে যথেষ্ট তথ্য নেই তাদের কাছে। বিদেশে এর প্রাথমিক ট্রায়ালের তথ্য খুবই কম, এটি কোনও ভারতীয় অংশগ্রহণকারীর শরীরে প্রয়োগ করা হয়েছে বলেও জানা যায়নি।

স্পুটনিক ৫-এর বাজারজাতকরণের দায়িত্বে থাকা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এবং ড. রেড্ডি’স ল্যাবরেটরিজ গত মাসে যৌথভাবে ভারতজুড়ে এ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা এবং বিতরণের ঘোষণা দিয়েছিল।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয় রাশিয়া। কিন্তু পর্যাপ্ত পরীক্ষা ছাড়াই ব্যবহারের অনুমোদন দেয়ায় এর কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আরডিআইএফ ও ড. রেড্ডি’স ল্যাবের পক্ষ থেকে এখনও ভারতে বৃহত্তর পরিসরে ট্রায়ালের অনুমতি না পাওয়ার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

ভারতে গত কয়েক মাস ধরে ব্যাপক হারে ছড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ হতে চলেছে তারা।

দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৬৮ লাখ ৩৫ হাজার ৬৫৫ জন। মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৫২৬ জন।

Related Posts

Leave a Reply