ভারতীয় মিডিয়াকে চিঠি দিয়ে সতর্ক করলো চীনা দূতাবাস !
কলকাতা টাইমসঃ
ভারতীয় মিডিয়াকে সরাসরি হুমকি দেওয়া হলো চীনা দূতাবাস থেকে! নজিরবিহীন ভাবে রীতিমতন চিঠি দিয়ে সতর্ক করা হলো তাদের। চিঠির মূল বক্তব্য হলো, তাইওয়ানকে যেন আলাদা ‘দেশ’ বলে উল্লেখ না-করা হয়। দিল্লির চীনা দূতাবাস থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে মনে করিয়ে দেওয়া হয়, তাইওয়ান ‘চীনের অবিচ্ছেদ্য অংশ।’
প্রসঙ্গত, প্রতি বছরের ১০ই অক্টোবর তাইওয়ান তাদের জাতীয় দিবস পালন করে থাকে। উনিশশো এগার সালের এই দিনটিতেই সেখানে য়ুচাং সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়েছিল। তার ঠিক দু’দিন আগে গত বুধবার বিভিন্ন ভারতীয় সংবাদপত্র এবং মিডিয়া হাউজের কর্ণধাররা চীনা দূতাবাসের কাছ থেকে ওই চিঠি পেয়েছেন।
চীনা রাষ্ট্রদূত সুন ওয়েডং সম্প্রতি জানান, “তাইওয়ান, হংকং বা দক্ষিণ চীন সাগরে সীমান্ত বিরোধ প্রশ্নে ভারতের অবস্থান পরিবর্তনের জন্য জনমতকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে – যা আমাকে উদ্বিগ্ন করেছে।” ভারতের সঙ্গে তাইওয়ানের এই মুহুর্তে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দিল্লি ও তাইপেই-তে দুপক্ষেরই ‘বাণিজ্যিক কার্যালয়’ রয়েছে, যা কার্যত পরস্পরের দূতাবাস হিসেবেই কাজ করে।